Breaking

Tuesday, January 14, 2025

মহানগর পূজা পরিষদের উদ্যোগে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

 


অসহায় শীতার্তদের মাঝে আজ ১৪ জানুয়ারি ’২৫ মঙ্গলবার সকাল ১১টায় নগরীর তালতলা আর্য মন্দির প্রাঙ্গণে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ খুলনা মহানগর উদ্যোগে খুলনা সদর থানা এলাকায় শীতবস্ত্র বিতরণ করা হয়। খুলনা মহানগর পূজা পরিষদের সভাপতি শ্যামল হালদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কুণ্ডুর সঞ্চালনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, খুলনা মহানগরের আহ্বায়ক অ্যাড. এস এম শফিকুল আলম মনা। তিনি বলেন, অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়ে এ মহতী কার্যক্রমের জন্য মহানগর পূজা পরিষদকে ধন্যবাদ জানান। তিনি আরও বলেন, সামাজিক ও সাম্প্রদায়িক সম্প্রতি বজায় রাখতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। আরও বক্তব্য রাখেন সম্মানিত অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল, খুলনা মহানগরের সদস্য সচিব শফিকুল আলম তুহিন, খুলনা মহানগর পূজা পরিষদের প্রধান উপদেষ্টা গোপী কিষণ মুন্ধড়া। বিশেষ অতিথি ছিলেন জাতীয়তাবাদী দল, খুলনা সদর থানা সাধারণ সম্পাদক মোল্লা ফরিদ আহমেদ, হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন (১২১২) সভাপতি শফিকুল ইসলাম শফি, শ্যামা ফাউন্ডেশনের পরিচালক সঞ্জু কর্মকার। এ সময় উপস্থিত ছিলেন মহানগর পূজা পরিষদের সিনিয়র সহ-সভাপতি অরবিন্দ সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বজিৎ দে মিঠু, কোষাধ্যক্ষ রতন কুমার নাথ, সাংগঠনিক সম্পাদক উজ্জল ব্যানার্জী, সম্পাদকম্নদলীর সদস্য বাবলু বিশ্বাস, সনজীব দাস, পঙ্কজ দত্ত, সুজিত মজুমদার, ভবেশ সাহা, দীপক দত্ত, ভোলানাথ দত্ত, অলোক কুমার দে, রবীন কুমার দাস, অধ্যক্ষ নৃপেন্দ্র নাথ বৈরাগী, সুশীল দাশ, ইন্দ্রজিৎ কুণ্ডু, পলাশ সাহা, স্বপন চক্রবর্ত্তী, সুরেশ চক্রবর্ত্তী, বিধু রঞ্জন, অনিল মজুমদার, সদর থানা সভাপতি বিকাশ কুমার সাহা প্রমুখ। 



No comments:

Post a Comment

"
"