Breaking

Friday, December 20, 2024

খুলনা মহানগর পূজা উদযাপন পরিষদের সহ মহিলা সম্পাদিকা অলোকা রানী দাসের মৃত্যুতে শোক জ্ঞাপন।

খুলনা মহানগর পূজা উদযাপন পরিষদের সহ মহিলা সম্পাদিকা, খুলনা বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার অলোকা রানী দাস গত বুধবার (১৮ ডিসেম্বর) আনুমানিক দুপুর ২.১৫ মিনিটে নগরীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরলোকগমন করেন ।
মস্তিষ্কের রক্তক্ষরণজনিত কারণে তিনি বেশ কিছুদিন ধরে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি স্বামী ও এক ছেলে সহ অসংখ্য আত্মীয় ও গুণগ্রাহী রেখে গেছেন।
অলোকা রানী দাসের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল হালদার, মহানগর পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি গোপি কৃষান মুন্ধরা, মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কুন্ডু, অরবিন্দ সাহা, অধ্যাপক তারক চাঁদ ঢালী, প্রকৌশলী পরিমল দাস, তিলক কুমার গোস্বামী, বিশ্বজিৎ দে মিঠু, রতন কুমার নাথ, শরৎ কুমার মুন্ধরা, রজত কান্তি দাস, উজ্জল ব্যানার্জী, সুব্রত হালদার তপা, সাংবাদিক অমিয় কান্তি পাল, সাংবাদিক বিমল সাহা, এ্যাড .বিজন মন্ডল, ভবেশ চন্দ্র সাহা, বাবলু বিশ্বাস, রুপন চন্দ্র দে, ইন্দ্রজিৎ কুন্ডু গোপাল, অলোক দে, রবিন দাস, সুশান্ত ব্যানার্জী, শিবনাথ ভক্ত, দীপক দত্ত, তাপস সাহা, গৌরাঙ্গ সাহা, বাবু শীল, তরুণ রায় শিবু, সুরেশ চক্রবর্তী, প্রদীপ সাহা মদন, বিপ্লব মিত্র, বিকাশ কুমার সাহা, রামচন্দ্র পোদ্দার, ডাঃ শেখর রঞ্জন পাল,পাপ্পু সরকার, পলাশ কুমার সাহা, উজ্জ্বল রায়,  রাজকুমার শীল, শুভ দত্ত,  রাতুল দাস, দিপ্র দাস, সুশীল দাস সজল দাস প্রমুখ।


 

No comments:

Post a Comment

"
"