Breaking

Wednesday, November 20, 2024

হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের নতুন কমিটি গঠন যুক্তরাষ্ট্রে


টমাস দুলু রায়, দ্বীজেন ভট্টাচার্য ও রনবীর বড়ুয়াকে সভাপতি এবং বিষ্ণুগোপকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি গঠন করেছে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ যুক্তরাষ্ট্র শাখা। শুক্রবার সন্ধ্যায় নিউ ইয়র্কের জ্যামাইকায় একটি রেস্তোরাঁয় পরিষদের সাধারণ সভা থেকে এ ঘোষণা আসে। তিন বছর মেয়াদি এ কমিটি ঘোষণা করেন নির্বাচন কমিশনার মুক্তিযোদ্ধা অবিনাশ আচার্য, জিতেন রায় ও অনুকূল অধিকারী। কমিটির অপর কর্মকর্তারা হলেন- কোষাধ্যক্ষ চন্দন সেনগুপ্ত, সহ সভাপতি প্রদীপ মালাকার, রীণা সাহা ও তপন সেন, যুগ্ম সাধারণ সম্পাদক পার্থ তালুকদার, কুমার বাবুল সাহা, সুমন মিত্র এবং সাংগঠনিক সম্পাদক সুকান্ত দাস। সম্পাদকমণ্ডলীর সদস্যরা হলেন- পিয়াস দাস, জলি সাহা, বামেশ রায়, সুজন রায়, রণজিৎ পুরকায়স্থ, প্রদীপ কুন্ডু, জয়ন্ত চক্রবর্তী, বিদ্যুৎ দেব, অ্যাডওয়ার্ড হলসানা, রাজীব নন্দী, বিশ্বজিৎ সাহা, রাণা দত্ত, আশীষ পাল, ঝলক রায়, বিকাশ সরকার, গৌতম সরকার, রণি দাস, মৈত্রিশর বড়ুয়া ও বিপ্লব পাল।

নির্বাহী সদস্যরা হলেন- হিমাদ্রী বণিক, অনিমেষ রায়, অসীম কুমার ধর, শৌমিক চৌধুরী, গোপালচন্দ গোপ, হিরালাল রায়, সুমন দাস, শেখ রঞ্জন পাল ও স্টিভেন মন্ডল। পরিচালক হিসেবে আছেন- সমীর সরকার, ইন্দ্রজিৎ সরকার, দেবাশীষ দেবনাথ, শ্যামল রুদ্র, অমিত ঘোষ, রমাকান্ত বিশ্বাস, সোমনাথ ঘোষ, শ্যামল চন্দ ও সমর কৃষ্ণ রায়। এছাড়া বোর্ড অফ ডিরেক্টর্সের ৩ চেয়ারম্যান- নবেন্দু দত্ত, রূপকুমার ভৌমিক ও চন্দন সেনগুপ্ত। মেম্বার সেক্রেটারি হয়েছেন সুশীল কুমার সাহা। সভায় সদস্যপদ নবায়ন ও নির্বাচন ছাড়াও ‘সংখ্যালঘু নির্যাতন’ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


 

No comments:

Post a Comment

"
"