Breaking

Monday, September 30, 2024

সম্প্রীতি বিনষ্টকারীদের গ্রেপ্তার করুন : ঐক্য পরিষদ


ইনসাফ কায়েমকারী ছাত্র-জনতার কথিত ব্যানারে সার্বজনীন দুর্গাপূজার তীব্র বিরোধিতা করে পূজার্থী হিন্দু সম্প্রদায়কে হুমকি সংবলিত ধৃষ্টতাপূর্ণ যে ১৬ দফা দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছড়িয়ে দেওয়া হয়েছে তাতে গভীর ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ।

রোববার (২৯ সেপ্টেম্বর) পরিষদের কেন্দ্রীয় কমিটির পক্ষে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ উদ্বেগের কথা জানানো হয়। বিবৃতিতে বলা হয়, হিন্দুধর্ম অবমাননাকারী দাবিগুলো প্রচারকারীদের অনতিবিলম্বে চিহ্নিত করে আইনের আওতায় এনে তাদের শাস্তি নিশ্চিত করতে হবে। এ ব্যাপারে সরকারি উদ্যোগ নেওয়া না হলে, পূজার্থীরা সাড়ম্বরে শারদীয় দুর্গাপূজার আয়োজনে নিরুৎসাহিত হয়ে পড়বে এবং এজন্য তাদের দায়ী করা যাবে না।

বিবৃতিতে আরও বলা হয়, এ ধরনের দাবি চরমভাবে মানবাধিকার পরিপন্থি এবং নিরঙ্কুস ধর্মীয় স্বাধীনতার চূড়ান্ত লঙ্ঘন। এ ধরনের ধর্মীয় বিদ্বেষপূর্ণ প্রচারণা আমরা বেশ কিছুদিন যাবৎ অব্যাহতভাবে লক্ষ করছি। কিন্তু তাদের দমনে সরকার কোনো উদ্যোগ না নেওয়ায় ভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের জনগণ গভীরভাবে উৎকণ্ঠিত বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।


 

No comments:

Post a Comment

"
"