সাহেবের কবরখানা সার্বজনীন পূজা কমিটির ১২৭তম শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিষ্ণু ঘোষের সভাপতিত্ব ও রবিন কুমার দাসের সঞ্চালনায় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি বীরেন্দ্রনাথ ঘোষ, মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রশান্ত কুন্ডু, মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক গোপাল সাহা, মহানগর পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বজিৎ দে মিঠু, সোনাডাঙ্গা থানা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রাম চন্দ্র পোদ্দার, প্রদীপ সাহা ধূপ,শংকর সাহা,পরি দত্ত, অসীম পাল, মানিক শীল,,মহাদেব সাহা শিবু,বাবু শীল,রতন কুমার নাথ,ভবেশ সাহা, অশোক সাহা, খোকন ভদ্র, সমীর দে,মধদন দাস, সত্যজিৎ রায় বাপ্পী, উত্তম দে, আইভী রায় দোলা,বিধান ঘোষ, মহাদেব ঘোষ,সুমন সাহা,দিনেশ রায়,সজল ঘোষ,রাজন ঘোষ, দেবব্রত সরকার, অমিত সাহানী, বিপ্রজিৎ সাহা, জয় দে, সুমিত সাহা, জীবন দত্ত, সাগর সাহা, কাজল সাহা, মদন দে, প্রদীপ দে,সৌরভ দত্ত, অরূপ দাস, মিঠুন সাহা, সৌরভ রক্ষিত, মহারাজ রায়, সাক্ষর সাহা, অনিক সাহা, সজীব বনিক প্রমুখ।সভায় ২০২৩ সালের দুর্গাপূজার যাবতীয় আয়-ব্যয় হিসাব পেশ করেন কোষাধ্যক্ষ অভিজিৎ দে শুভ। প্রথম অধিবেশনের বিলুপ্ত ঘোষণা করেন সভাপতি বিষ্ণু ঘোষ। দ্বিতীয় অধিবেশনের সভাপতিত্ব করেন সোনাডাঙ্গা থানা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রাম চন্দ্র পোদ্দার। দ্বিতীয় অধিবেশনে পুনরায় বিষ্ণু ঘোষ সভাপতি, মহাদেব সাহা শিবু উর্ধ্বতন সহ সভাপতি, রবিন কুমার দাস সাধারণ সম্পাদক ও অভিজিৎ দে শুভকে কোষাধ্যক্ষ নির্বাচিত করা হয়।
No comments:
Post a Comment